ফিলিস্তিনি
মোঃ বুলবুল হোসেন

আর কতো কাল ঘুমের ঘরে
মুসলিম কেনো চুপ,
মোরা হলাম বীরের জাতি
জগৎ দেখবে রূপ।

উমরের মতো বীর আসতো
ফিলিস্তিনে আজ,
বর্তমানে মুসলিম জাতি
বিশ্বে করতো রাজ।

ভয় পেয়ো না ফিলিস্তিনি কে
মুমিন মুসলমান,
নতুন ভোরে বিজয় নিশান
মজবুত ঈমান।

আসবে মোদের ইমাম মাহদী
আরো ঈসা নবী,
পারবে না আর ওরা সেদিন
নতুন সাজে রবি।