ফিফা বিশ্বকাপ
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৬-১১-২০২২ ইং
খেলা পাগল মানুষ গুলো
বিশ্বকাপ জ্বরে,
প্রিয় দলে হেরে যাবে
আছে সব ডরে।
খেলা নিয়ে আমরা সবাই
আজ মাতামাতি,
খেলা দেখে দাদা দাদীর
হয় হাতাহাতি।
প্রিয় দলকে জিততে হবে
ফিফা বিশ্বকাপ,
মাঠে ভালো খেলতে হবে
মাঠের বাইরে চাপ।
বাড়ির ছাদে গাছের উপর
উড়ছে পতাকা,
দলে বেঁধে জার্সি গায়ে
ঘুরছে সারা গাঁ।
বাজি ধরা আড্ডার মাঝে
টিভির খেলার মাঠ,
হাট বাজার পত্রিকা হাতে
সবাই করছে পাঠ।