বাবা ও মা
মোঃ বুলবুল হোসেন
বাবা মায়ের দোয়া নিয়ে
সত্যের পথে চলতে চাই,
সারা জীবন তাদের ছায়ায়
আমরা যেনো থাকতে পাই।
যদি মোরা পথ হারিয়ে
ছুটি কালো ধোঁয়াতে,
তাঁদের দুয়ার উছিলাতে
পথের দেখা তাকাতে।
তাদের দেখা স্বপ্ন গুলো
পূর্ণ হবে সবার আজ,
বাবা মায়ের কথায় মোদের
নতুন করে জয়ের সাজ।
সুজন বলো সজন বলো
বিপদে ভাই কাছে নাই ,
বাবা-মায়ের সেবা করো
হজ্জ্বের সওয়াব পাবে ভাই।
সারা জীবন থাকবে মোদের
বাবা-মায়ের এই ছায়া,
বাবা মায়ের কথার মাঝে
লেগে থাকে এক মায়া।