ফাঁকা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৬-১১-২০২২ ইং

জীবন কে সাজাতে হলে
টাকা বিকল্প নাই,
পকেট ভর্তি  থাকলে টাকা
কতো কিছু না পাই।

টাকা থাকলে সম্মান বাড়ে
টাকায় হয়েছে নাম,
টাকা হয় পরিবার খুশি
তোমার করবে সুনাম,

জীবনের মোড় ঘুরে যাবে  
যদি থাকে  টাকা,
টাকা হলে জীবন সুন্দর
নয়তো সবই ফাঁকা।