ফাগুন
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৪-০২-২৩ ইং

পলাশ শিমুল ফুলে রাঙে
কুসুম ফোটে বনে,
বধু আমার নতুন সাজে
লুকায় ঘরের কোণে।

রূপের রাণী ফাগুন তুমি
আগুন এই অন্তরে,
দুয়ার খুলে ফুলের  সুবাস
কুহু তার মন্তরে।

তোমায় দেখে মেঘ বালিকা
আকাশে ঢেউ তুলে,
ফুলের মেলায়  ঢং সেজেছে
সকল দুঃখ ভুলে।

নতুন পাতা গাছের শাখায়
সবুজের খেলাতে,
আমের মুকুল বাড়ির গাছে
যেন এই মেলাতে।

বছর ঘুরে আবার এলো
নতুন রূপ আলোকে,
দুঃখটাকে মুছে ফেলে  
যাও ভুলে কালোকে।