ঈদ মোবারক
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৮-০৪-২০২২ ইং
ঈদ মোবারক,ঈদ মোবারক
ঈদ এসেছে খুকির মনে নতুন আলো জ্বেলে
ঈদ এসেছে ঈদ এসেছে উড়বো ডানা মেলে।
রমজানের ঐ রোজার শেষে সাজবো নতুন সাজে,
নিজের খুশির ছড়িয়ে দেবো ঈদের সকল কাজে।
হৃদয় মাঝে ধারণ করো প্রভুর দেওয়া কালাম,
নাই ভেদাভেদ ধনী-গরীব সবার তরে সালাম ।
মনের কালি মুছে ফেলো নতুন রূপে সাজে।
রমজানের এই রোজার শেষে সুরের ধারায় ভেসে,
শত্রু যে আজ মিত্র হবে নিবিড় ভালোবেসে।
পিঠা পুলির গন্ধে পাড়া হাসি সবার মাঝে।
ফেরেশ তারা ফুল সিটাবে মুমিন ব্যক্তির পথে
সাদা কালো বিভেদ ভোলে চলো সবে সাথে।
হৃদয় নীরে মায়ার বাঁধনে সকাল বার্তা সাঁঝে।
ঈদ মোবারক,ঈদ মোবারক।