ঈদ মানে
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৪-০৫-২০২২ ইং
ঈদ মানে তো খুশির জোয়ার
মিষ্টি বাঁকা চাঁদ,
ঈদ মানে তো ছোট্ট চাওয়া
খুকির রাঙ্গা হাত।
ঈদ মানেই তো পিঠাপুলি
আর সেমাই খাওয়া,
ঈদ মানেই তো খোকা খোকির
ঈদ সালামি পাওয়া।
ঈদ মানেই তো ধনী-গরীব
সকলে যাই মিলে,
ঈদ মানে তো প্রাণের উৎসব
একত্রে যায় চলে।
ঈদ মানেই তো শত্রু মিত্র
বন্ধু সারাক্ষণ,
ঈদ মানে তো বন্ধু তোদের
আমার নিমন্ত্রণ।