বছর ঘুরে ঈদ এসেছে
বর্ষা সাথে নিয়ে,
ঈদের নামাজ হবে না পড়া
ঈদগা হে গিয়ে।
ঈদগা মাঠ পানির নিচে
সবাই আছে কষ্টে,
সবার সাথে হবেনা দেখা
দুঃখে দিন কাটে।
ঈদের দিন পারবো না যেতে
আমার মামার বাড়ি,
চার দিকে পানি থৈ থৈ করে
বন্দি সবাই ঘরে।
নতুন জামা পারবোনা কিনতে
বাজারে তে গিয়ে,
পুরাতন কাপড়ে মজা হবে
পরিবারকে নিয়ে।
সকালবেলায় মসজিদে গিয়ে
পড়বো আমি নামাজ,
নামাজ পড়ে পশু জবাই
করব আমরা কাজ।