মনটা আমার ছুটে চলে
আমার প্রিয় গাঁয়,
মাঠের পাশে প্রিয় নদী
ঝিনাই বয়ে যায়।
নদীর ধারে বটের ছায়ায়
বসে বিকেল বেলা,
নদীর স্রোতের মাঝে দেখি
আলো ছায়ার খেলা।
দূরের আকাশে চাঁদ তারা
বাঁশ বাগানে ঝুলে,
দেখবি যদি ছুটে আয় না
জোনাকি জ্বলে।
সবুজ ফসল দিগন্ত জুড়ে
জুড়াই মোর প্রাণ,
মধুর সুরে পাখি বলে
মাঠে পাকা ধান।
বিলের ধারে সবুজে ঘেরা
আমার ছোট্ট গাঁয়,
শরীল আমার শীতল হবে
নির্মল দক্ষিণা বায়।