আমি ফিরে যেতে চাই না
ঐ অচেনা গাঁয়ে,
সেথায় আছে বেদনা ভরা
গাঁয়ে বাঁয়ে বাঁয়ে।
যুগে যুগে কতো মানুষ
নির্যাতনের শিকার,
পারবে কি বাংলার মানুষ
ফিরে তার অধিকার।
ভেঙে দেবো শক্ত হাতে
গড়ে নতুন রাস্তা,
নতুন সন্ধান উজ্জ্বল জগৎ
হবে নাতো শস্তা।
মানুষ গুলো গর্জে উঠবে
আপন শক্তির বলে,
সেদিন আঁধার কেটে যাবে
আপন মনে চলে।
চারো দিকে কোলাহলে
মানুষ চায় যে শান্তি,
দূর দিগন্তে ছুটে চলে
পথিক এর নাই ক্লান্তি।