জীবনে আসুক শত বাঁধা
আসুক যতো ক্লান্তি,
প্রভুর প্রতি আস্থা রাখো
মন পাবে প্রশান্তি।
মনের মধ্যে যদি থাকে
হিংসা ক্রোধ ভাবনা,
তোমার জীবনে স্বস্তির বাণী
থাকবে যে অজানা।
কষ্ট করলে কেষ্ট মিলে
ধরো তুমি ধৈর্য,
সমস্যা গুলো শান্ত ভাবে
করে হবে কৃতকার্য ।
বাঁধা আসলে হাল ছেড়ো না
ধৈর্য ধরে লড়ো,
দুর্বল মুহূর্তে সাহস রাখ
শক্ত জীবন গড়ো।
মিথ্যা বলে দোষ দিয়ে
তোমাকে দেয় কষ্ট,
ভালো ব্যবহার করে তাকে
হবে তুমি পুষ্ট।