দন্দ
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৪-০৩-২০২২ ইং


সকাল বেলায় খাবার বসে
দেখি বিল্লির কান্ড,
স্বামী-স্ত্রী দুজন মিলে
বাধিয়ে দেয় দন্দ।

ভালো করে  খেয়াল করি
দন্দ লাগার  কারণ,
রাগ করে হারিয়ে ছিলো
করে ছিলো বারণ।

বিড়াল ছানা দেখে বলে
বাবা কোথায় ছিলে ,
আমার জন্য হয়না মায়া
পাড়ার সকল বলে।

কান ধরেছি ওগো গিন্নী
আমায় করো মাপ
গিন্নী তখন হেসে বলে
ঠেলার নাম বাপরে বাপ।