সৃষ্টির সেরা জীব হয়েছ
জগৎ মাঝে সুখে,
টাকার নেশায় অন্ধ হয়ে
নিজেকে রাখ দুখে।
লজ্জা আজ বিলীন হয়েছে
ভয় নাই তোমার প্রাণে,
কে যে আপন কে তোমার পর
নাই যে তোমার মনে।
সাধু সেজে সমাজ মাঝে
দিয়েছ যে ধোঁকা,
মানুষ গুলো খেপে গেলে
হয়ে যাবে বোকা।
মধুর মধুর কথা বলে
বুকে টেনে নিয়ে,
পরের জমিন নিয়ে কেড়ে
মইয়ে চড়ো গিয়ে ।
মানুষ নামের পশু তুমি
আছো জগৎ মাঝে,
সৃষ্টির সেরা মানুষ তুমি
তোমার মনে সাজে।