দুজাহানের বাদশা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৯-১০-২০২২ ইং


তুমি না এলে পৃথিবীটা আর সৃষ্টি হতো না,
কেয়ামতের দিন উম্মতের  সুপারিশকারী
আর কেউ হবেনা।
পৃথিবীর বাদশা সারা দুনিয়া করে
আজ তোমার নামের গুনগান।
যার জন্য কোন চিন্তা ছাড়া আমার জীবনকে
উৎসর্গ করতে পারি।
আমার প্রিয়, হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুভ জন্মদিন।
তুমি এসেছ বলেই আজকে চন্দ্র-সূর্যের খুশির দিন।
তোমার মুখের পবিত্র বানী একটিও মিথ্যা নয়,
জগৎ  বুকে আলামিন শুধু তোমায় বলা হয়।