স্বপ্ন ছিলো দু চোখ ভরা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০১-১২-২০২১ ইং


দু চোখ ভরা স্বপ্ন ছিলো
প্রাণে ছিলো গান,
কোন ভুলেতে চলে গেলে
কেনো অভিমান।।

আমার বাগান শূন্য করে
সুখ নিয়ে আছো,
তোমার কথা ভেবে আমার
বুক ভেসে যায় আজ।
আমার কথা মনে হলে
কাঁদে না কি প্রাণ।

কতো কথা বলতে তুমি
জেগে থেকে রাত,
বলে ছিলে ধরে রাখো
শক্ত করে হাত।
কেমন করে দিবে তুমি  
প্রেমের প্রতিদান।

সুখে আছো বন্ধু তুমি
রেখে পিছুটান,
আমার বুকের স্বপ্ন ভেঙ্গে  
করেছ খানখান।।