দিনের শেষে
মোহাম্মদ বুলবুল হোসেন
তারিখঃ ৩০-০৯-২০২০ ইং
দিনের শেষে ক্লান্ত মনে
বসি যখন ছাদে,
মনে হয় যে সুখের পরশ
নেইতো কোনো ফাঁদে।
ভোরের বেলায় ঘুম ভাঙতে
অফিসের দিক ছুটি,
সময় মত অফিসে গিয়ে
নিজের কাজে দৃষ্টি।
মাথার ঘামে পায়ে ফেলে
পরিশ্রম করি সবাই,
এতো গরমের মাঝে আমরা
কাজে মাঝে আগাই।
সকাল গড়িয়ে দুপুর হয়
খাবারকে যাই ভুলে,
কখন যেনো সন্ধ্যা নামে
কাজ কে রাখি তুলে।
অফিস শেষে যখন বসি
পুরানো সেই ছাদে,
দূর আকাশে তাকিয়ে থাকি
মনটা কেনো কাঁদে।