ছোট্ট থেকে যদি পেতাম
ভালো কিছু শিক্ষা,
জ্ঞানের আলয় ভরে যেতো
থাকতো না কুশিক্ষা।
সঠিক শিক্ষা যদি পেতাম
সবার দ্বারে দ্বারে,
আমার দ্বারা হতো না পাপ
হিসাব কম ওপারে।
সমাজ চলত সঠিক পথে
খারাপ পিছে ফেলে,
দশের মুখে জয়ের ধ্বনি
সত্য বলে গেলে।
দেশের নেতা তোমরা হবে
কেনো যে পাপ করো,
সঠিক রাস্তায় চলে এসো
ভালো বলবে আরো ।
সময় থাকতে বদলে ফেলো
তুমি সবার আলো,
সবাই কে দেখিয়ে দাও
থাকবে না আর কালো ।