খোকন সোনা আঁকে আমার
প্রিয় গ্রামের ছবি,
যেমন করে উদাস হয়ে
লিখে চলে কবি।
নানান রঙের চিত্র আঁকে
গ্রামের প্রিয় নামটা,
শ্রদ্ধা জানাই বীর শহীদদের
যাদের ত্যাগে দামটা।
আমার দেশে নতুন করে
নতুন সূর্য আঁকে,
প্রিয় দেশের ছবি আঁকে
বলে গিয়ে মাকে।