সঠিক পথে যাচ্ছে চলে
প্রিয় দেশ যখন,
সবাই জানে দেশের মানুষ
ফল পাচ্ছে এখন।
সুফল পাচ্ছে দেশের মানুষ
তুমি ভাবছো কি,
নিজের কাজে স্বার্থ ছাড়া
ভালো করছো কি।
তোমার কারণ শতো মানুষ
হয় বস্ত্রহারা,
ধরা খেয়ে তোমার জীবন
এখন কাজ সারা।
তুমি এখন ডুবে আছো
অন্ধকার ঝাপে,
তোমার এখন অনেক দাপট
দেশ মানুষ কাঁপে।
জগৎ বুকে তোমার এখন
নাই কোনো অভাব,
পরের ধনে উঁকিমারা
কেন তোমার স্বভাব।
তুমি বাপু থামাতে চাও
উন্নয়ন ধারা,
দিক্কা জানায় দেশের মানুষ
তোমার হয় যারা।