ডাঙ্গায় তুলে নাও
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১২-০৭-২০২১ইং
আর কতদিন ঘরে বসে
করব জীবন পার,
খুদার জ্বালায় মরছে মানুষ
খেয়ে কতো মার।
কেউবা মরে অনাহারে
পাইনি খুজে সুখ,
টাকা-পয়সা থেকে কারোর
পেয়ে যাচ্ছে দুখ।
করোনা তুই যাবি কবে
মুক্ত হবে দেশ,
মরুভূমি হয়ে যাচ্ছে
দেশের মানব শেষ।
ঘরে থেকে বাহির হইনা
বাজে কান্নার সুর,
আর কত কাল থাকবি রে তুই
কবে হবে দূর।
রক্ষা করো প্রভু তুমি
মনে লাগে ভয়,
করোনা আজ দিচ্ছে থাবা
বুঝি কিছু হয়।
প্রভু তুমি মানব কুলের
সুখ ফিরিয়ে দাও,
সাগর থেকে রক্ষা করো
ডাঙ্গায় তুলে নাও।