ধান পেকেছে খেতে
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৬-০৫-২০২২ ইং
একদিন রাতে বাবা আমাকে বলে, ধান পেকেছে খেতে
ধান গুলো তুলতে মোদের, হবে বেগ পেতে।
আগে থেকেই খোলা তাই তৈরি করতে হবে
বাবা বলল সকাল বেলায় উঠবি তাড়াতাড়ি
সবাই মিলে পশ্চিম পাশে সকলে ছেড়েছে বাড়ি।
যেতে হবে খোলাতে করবো না আর দেরি ফজরের আজান শুনে
বাবা নামাজ পড়ে সকলকে নিয়ে ভালোবাসার গুনে।
খোলার দিকে চলে, বাড়ির পশ্চিম পাশে গিয়ে
বাবা কোদাল হাতে নিয়ে গোবর মাটি দিয়ে।
মাঝখানে উঁচু করে মই দিতে হবে সমান করে
বাবার কথা মতো খোলায় থাকি পরে।
ঘন্টা দুয়েক পরে বাবা এসে বলে বাড়িতে গিয়ে
খাবার খাও না গিয়ে তোমরা এসো কিছু নিয়ে।
তাই শুনে মায়ে বাড়ির দিকে হাঁটে
কিছুক্ষণ পরে খাবার পর্ব সেরে ছুটিলাম মাঠে।
সোনালী ফসল দেখে বাবার মুখে সুখের হাসি ফোটে
দেখিনি এমন আগে ফসলের দিকে বাবা কেমন ছুটে।
তাই না দেখে বাবা তাড়াতাড়ি করে,
দুদিনের ভিতরে তৈরি করতে হবে
ঝড় বৃষ্টির দিনে কিভাবে ফসল তাড়াতাড়ি তুলে
কাটতে হবে আনতে হবে খাওয়া-দাওয়া ভুলে
খোলাতে গিয়ে মটর দিয়ে বালতিতে জল নিয়ে
সমান করে উঠান তৈরি করে মই দিয়ে।
সমান না হলে বৃষ্টির পানি জমে থাকবে
ধানগুলো যাবে ভিজে তাইতো খেয়াল রাখবে।
কাস্তে হাতে নিয়ে বাবা মাঠে ছুটে আনন্দেতে ভাসে
নতুন ধান তুলে ঘরে বাবা সুখের হাসি হাসে।