সাদা কালো
মোঃ বুলবুল হোসেন
ভুলের মাঝে বন্ধু তোমার
হয় যদি বসবাস,
সবই যেনো রঙিন লাগে
প্রাণ তোমার উচ্ছ্বাস।
বাস্তবতা বড়ই কঠিন
বিপদে কেমন কালা
ভালো-মন্দের মাঝে পাবে
মনটা কেমন সাদা।
আমার দেশে জাতীয় ফল
নামটা তাহার কাঁঠাল,
খেতে গেলে তেলটা লাগে
ওঠে নাতো আঠাল।
আঠার মতো লেগে থাকে
বাসে তোমায় ভালো,
বিপদ এলে চিনবে তারে
মনটা কেমন কালো।