দাদা ভাই
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০২-০৯-২০২১ ইং
বন্ধু বলো আর ভাই বলো
আমার আছো তুমি,
ভালো কাজে উৎসাহ দাও
সে তো ভালো জানি।
মনে পড়ে শ্রেণি কক্ষের
হারানো সেই দিন,
সৃতি ঘেরা ইমরুল ভাই
ব্যথায় করে চিনচিন।
সন্ধ্যাবেলায় দিতে তুমি
বাড়ির পথেতে ডাক,
আদর করে বলতে তুমি
আর একটু না হয় থাক।
ক্লাসে সবাই ভালো বাসতো
রাখতো খবরখানি,
তুমি বিহীন ছন্নছাড়া
ক্লাসে কানাকানি।
কেমন করে ভুলে তোমায়
সবার প্রিয় তুমি,
বন্ধুর মতো আচরণ যার
ভুলতে পারি আমি।
আজ কে আমি ছন্দ গাথি
বুঝলে ইমরুল ভাই,
সবার প্রিয় ছিলে তুমি
বলতে পারিনি তাই।