চৈত্রের রৌদ্রে
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৪-০৪-২০২২ ইং
ভর দুপুরে চৈত্র মাসে
কৃষক কেমন করে,
এবার রৌদ্রে যাবে বুঝি
ফসল গুলো মরে।
ফসল যদি নাইবা পেলাম
হয় কি মাঠে খাটে,
ঘামে ঝরে লোনা জল ঐ
লাভ কি থেকে ঘাটে।
গায়ের বধু রৌদ্রে পুড়ে
যাচ্ছে অনেক দূরে,
গাঁয়ের পথে রাখাল ছেলে
ডাকে বাঁশির সুরে।
দক্ষিণের শীতল বাতাসে
প্রাণ জুড়িয়ে যায়,
রাখাল ছেলে বাঁশি ফেলে
ফিরে ফিরে সে চায়।