চরিত্র
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০১-০৩-২০২৩ ইং

আমি হলাম গাঁয়ের মোড়ল
সুযোগ পেলে ঝাপাই,
অর্থ পেলে একের দোষ কে
অন্যের কাঁধে চাপাই,

বলবো কি আর নীতি কথা
যাক না সকল ভুলে,
বললে  মামা হোক না কানা
দরজা দেই খুলে।

এইতো সেদিন বড় মিয়া
ইলিশ দিল হাতে,
গিন্নি আমায় ডেকে বলে
বিচার হয় কি পাতে।

যে যাই বলুক যে যাই ভাবুক
চরিত্র আমার ভালো,
সোনার মালা সাথে নিয়ে
রহিম মিয়া এলো।