চরিত্র মানুষের অমূল্য সম্পদ
চরিত্র মানুষের সুখ,
চরিত্র সুন্দর হৃদয় শান্তি
শ্রেষ্ঠ মানবের মুখ।
সৎ চরিত্রে কোমল হৃদয়
মনে ন্যায়ের শক্তি,
শত বিপদের মাঝে থেকেই
খুঁজে চির মুক্তি।
ইচ্ছা করলেই করতে পারো
চরিত্র সুন্দর ভাই,
অল্প বিদ্যা ভয়ঙ্কর রূপ
সমাজের মাঝে পাই।
নম্র-ভদ্র চরিত্রের গুন
ভালো কাজে মন,
মানবের ভালো করার জন্য
নিবেদিত তার প্রাণ।
দুর্নীতি জুলুম দেখলে কোথাও
কাঁদে তার অন্তর,
বিবেক তার ছটফট করে
বন্দি মরু প্রান্তর।