জীবন চলার পথে দেখবে
বাধা তোমার আসবে,
তোমার জগৎ তুমি রাজা
ন্যায়ের পথ আঁকবে।
বৃক্ষের চারা ছোট থেকে
যত্নে বড়ো করে,
অনেক কষ্টের পরে বৃক্ষ
শান্তি দেয় অন্তরে।
ভালো কাজের ফল হিসেবে
মূল্য তুমি পাবে ,
চলার পথে ভেঙে পড়ো না
যত থাকো অভাবে।
চলার পথে চাওয়া হয়তো
সব পূরণ হবে না,
পাওয়ার জন্য চেষ্টা করো
নিরাশ কেউ হবে না।
লোকের কথায় আসেনা কিছু
জীবন তোমার ভাই,
লোকে একদিন আপসোস করবে
সুখের সীমা নাই।