শ্রম
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ০১-০৫-২০২১ইং
কর্ম করে জীবন চালাই
স্বপ্ন আমার কম,
শ্রমিক আমি গড়তে পারি
চাওয়া যে রকম।
ছোট্ট স্বপ্ন বুকে নিয়ে
ঘামে করি স্নান,
কত স্বপ্ন বিলীন হলো
স্বার্থ আমার নাম।
শ্রমিক আমি পেটের দায়ে
আজও পরাধীন,
কর্ম করে খেতে চাইলে
হতে হয় অধীন।
জীবন চলে কাজের মাঝে
করে যাই পরিশ্রম,
মানব শরীর রক্তে ভিজে
বেঁচে থাকুক শ্রম।