মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১২-১০-২০২১ ইং
কেমনে বলি ভাই
মুখের ভাষা হারাই।
বলতে গেলে হায়
চাকরিটা হারায়।
পাকা ধানে মই
কর্তা বলে পই পই।
ভালো দিন কই
সত্য কথাই মই।
মনে নিয়ে বল
ভেতরটা দুর্বল।
যতই থাকি গরম
থাকতে হয় নরম।
সংসার আমার রয়
পেটে লাথির ভয়।
জ্বি দলে আছি
উচিত কথা নয়।
এইতো সেদিন ভাই
রফিক চাকরি হারায়।
কর্তার কাজের চুল
ধরেছে তার ভুল।