চোখের দেখা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ৩০-০৩-২০২৩ ইং
আমার বাড়ি আমার ঘর কে
বোঝে কি আর মামা,
চোখের দেখা বললে পরে
পাগল টাকে থামা।
বলছো কিরে মিথ্যা কথা
তুই কিছু দেখস নাই,
তুমি মামা ওদের দলে
দেশটা সকলের তাই।
শোনো ভাগ্নি বলি তোমায়
নীতি কথাতে নাই,
চুপটি করে থাকনা রে বাপ
পোলাও মাংসতো খাই।