পাশের বাড়ির সামাদ মিয়ার
গল্প মনে পড়ে,
রাতের বেলায় ছুটে যেতাম
সামাদ মিয়ার ঘরে।
পানের থালা সামনে নিয়ে
কথা বলত মিষ্টি,
একের পরে এক পান খেয়ে
গল্পের মাঝে সন্তুষ্টি।
মন্ডল বাড়ি গল্প শুনে
আমরা দিতাম তালি,
সামাদ মিয়া খুশি হতো
মনে ছিলনা কালি।
জোসনা রাতে গল্প গুলো
এখন কানে বাজে,
দিন গুলো হারিয়ে গেছে
আজ প্রযুক্তির মাঝে।
মনে পড়ে শত স্মৃতি
ফেলে আসা গ্রামে,
পারতাম যদি উড়ে যেতাম
পাখি হয়ে দমে।