শ্রেষ্ঠ মানব আমরা ভবে
সবার মাঝে মিশে,
কর্মে চলে ভাগ্যের চাকা
থাকবো সবার পাশে।
হাজার জীবন জগৎ মাঝে
আছে ভিন্ন ভাবে,
বিবেক বোধ মানবের মাঝে
সঠিক পথ জ্বালাবে।
পশু দেখো পশুকে খায়
বিবেক বোধ তারতো নাই,
মানব কে মানব সম্মান দেয়
বিবেক বোধ আছে ভাই।
ভালো কাজে মানব আমরা
থাকি সবাই বরণীয়,
মন্দ কাজের মানুষ দেখো
হয়ে গেছে নিন্দনীয়।
ন্যায়ের পথে থেকে মানব
করছে জীবন দান,
ধরার বুকে সেই মানব
হয়ে গেছে মহান।
সত্যের বাণী বুকে নিয়ে
জগৎ মাঝে চলি,
মানব জীবন সার্থক হবে
মানব মুখে উঠলি।