ভোর বিহানে একটি ছেলে
দৌড়ে এলো কাছে,
বলল খোকা শোনো কাকা
গরু ধানের গাছে।
তাইতো শুনে ভয়ে এখন
আমি আঁতকে উঠি,
কেমন করে পৌঁছে যাবো
আমি দৌড়ে ছুটি।
গরু গুলো চারা গাছটা
নষ্ট করে ফেলে,
ক্ষেত থেকে তাড়িয়ে দিলাম
দূরে গেলো চলে।
ঠিক তখনি বাবা এসে
দেখে দুচোখ মেলে,
বলল বাবা আমায় এসে
নওতো কাজের ছেলে।
চারা গাছটা নষ্ট হলো
মনে শান্তি পেলে,
চারা গাছটা যত্ন করছি
যেনো আমার ছেলে।