চালোন
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৫-০২-২০২২ ইং
চালোনে কয় ঝানজুর ফোঁটো
বলে যায় সে রেগে,
লোকের সামনে গুনি ভাবে
মানুষ যায় রে ভেগে।
কান নিয়েছে চিলে তোমার
চিলের পিছে সবে,
চালোন ব্যাটা বেজায় চালাক
এবার কিছু হবে।
পিছন থেকে কাকা বলে
কেমন আছো ছেলে,
আমি কি হলুম দেখরে তোরা
কাকা বলছে ছেলে।
এবার আমি পারি দিবো
সাগর কিংবা নদী।
খবর শুনে বাঁকা চোখে
পাশের বাড়ির দা'দি।