চাঁদ
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৫-০৩-২০২৩ ইং

চাঁদ যেনো নয়, হীরের গয়না
ছোট্ট একটা তিল,
প্রভুর খেলা বোঝা বড় দায়
তাঁরা চাঁদের মিল।

এমন চাঁদ কি কেউ দেখেছে
বাটির মতো দাগ,
কি উপমা দেবো তোমায়
  জাগায় অনুরাগ।

তুমি থাকো ঐ  আকাশে
আরশের পাশে,
তোমার রূপের ঢেউ তুলেছে
আমাদের দেশে।

কেউবা তোমায় ডাকে মামা
কেউ ভেবেছে পর,
সবার বাড়ি আসো তুমি
সকল ধর্মের ঘর।