কাঁচা মরিচ
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০২-০৭-২৩ ইং
কাঁচা মরিচের ঝাল এখন
আমার দেশে জুড়ে
আট শত টাকা কেজি দাম
দেখছি বাজার ঘুরে।
এখন থেকে কাঁচা মরিচ
সকলে করবো চাষ,
তখন না হয় কাঁচা মরিচ
ভর্তাতে বারো মাস।
পথিক মোরা কষ্ট করি
পাবো একটু সাজা,
জানো কি ভাই এই জগতে
থাকবে কয়দিন রাজা।