লোকে বলে কান নিলো চিলে তর
তাই শুনে ছুটি শত,
ছুটে চলি কেনো ভেবে দেখি পরে
মিথ্যা কথা ভুল যতো।
লোকে কথা শুনে তুই উঠে গাছে
নামাবে কে মই দিয়ে,
শুধু শুধু পরে কথা উঠে গাছে
বুঝে গেলি বেঁধে গিয়ে।
চোখ কান খোলা দেখে চলো তবে
জেনে শুনে নেবে মেনে,
চলা পথে হায় ভুল হয়ে যায়
চলো ভাই তবু জেনে।
প্রিয় ভাবো যারে ভুল হতে পারে
তার কথা জেনে নাও,
সব কিছু জেনে তোর কাজ করে
তার কাছে ছুটে যাও।
ভুলে ভুলে আজ হয়ে গেছে কালো
ভাবি না হলো কি মোর,
যাই দেখি চোখে সবি ভয় লাগে
কেন হয়ে গেছে ভোর।
আর নয় ভুল চলা পথে মোর
মিলে মিশে থাকি পাশে,
সত্যে জয় ধীরে ধীরে সেতো হয়
জয় দশে মিলে আশে।