নতুন পাতায় ছেয়ে গেছে
গাছের পুরো ডাল,
গাছের সুবা প্রিয় ফুলে
হয়ে গেছে লাল।
ব্যাকুল হাওয়া আকুল প্রাণে
দিয়ে যায় সুবাস,
উতাল পাতাল মনের মাঝে
নতুনের আবাস।
মাঘের শেষ ঋতুর রাজ
সত্যিই বসন্তে,
কোকিল ডাকে কুহুতানে
বসে একান্তে।
ফাগুন তুমি রক্তে রাঙা
তারুণ্যের উৎসাস,
বাধভাঙা বাঙালির আবেগ
এই বাংলার আবাস।
বসন্তের রাঙা রঙিন জীবন
হয় যেন শুভ,
পূর্ণতা পায় সবার জীবন
বিনাশ অশুভ।