বড় কর্তা
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ২৩-০৫-২২ ইং


এই তল্লাটে  আমার মত একজন কি আর হয়
আমায় দেখে শিয়াল-কুকুর বাঘে মহিষের ভয়
বললে  কিছু রেগে গিয়ে হাত ভেঙ্গে দেই তার
বীর বলে ডাকে আমায় ভেঙে দেই
শিয়াল কুকুরের ঘাড়।

শক্তির ভক্ত আমি নরমের যম
সামনে গিয়ে  বলবে কি আর
  সালাম দিয়ে ছাড়ে,
বড় বাবু এসে যখন কষে মারে  চর
তাই না দেখে শিয়াল মামা
খুশিতে লেজ নাড়ে।