ধর্মের বড়াই কেনো করি
আমরা মানুষ জাতি,
আদম থেকে সৃষ্টি হলাম
কেনো মাতা মাতি।
সকল ধর্মের মানব আমরা
সকলে তো ভাই ভাই ,
সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই।
ধর্মের নামে অহংকার কেন
কেনো করি হত্যা,
সবি ছেড়ে যেতে হবে
নয় তো সৃষ্টি কর্তা।
ধর্মের নামে কেনো আমরা
করি হানাহানি,
সবাই আজ বেরিয়ে আসি
আর নয় কানাকানি।
জ্ঞান আছে বলে আমার
নামে সবাই মানুষ,
ভালো কাজে থাকো তুমি
নয় তুমি অমানুষ।
ভালো কাজে জগৎ জয়ে
ভোরের ও নতুন সূর্য,
এসো সবাই সবার পাসে
আমরা সবাই তুর্য।