ভোরের পাখি
মোঃ বুলবুল হোসেন
ভোর বেলাতে উঠবো জেগে
রবি উঠার আগে,
হিমেল হাওয়ায় ফুলের সুবাস
মনটা কেমন বাগে।
সকাল বেলায় দেড়ি হলে
দিদি যাবে রেগে,
হিমেল হাওয়ায় মন কেড়েছে
আমি ছিলাম জেগে।
স্বপ্নে আঁকি শত ছবি
হয়তো পূর্ণ হবে,
কেউ বোঝে না আমার ব্যথা
বুঝবে তারা কবে।
ভালো করে ঘুমাও খোকা
যেতে তোমার মানা,
সবার প্রিয় তোমার ছেলে
আছে তোমার জানা।
ফুল বাগানের পাখি বলে
আঁধার ঘরে আলো,
ভোরের শিশির হেসে বলে
মোদের খোকা ভালো।