সমস্ত  প্রশংসা মহান আল্লাহ তালার,
যিনি সমস্ত পৃথিবীর একক সৃষ্টিকর্তা।
যার প্রশংসা কোনদিনই শেষ করা যায় না, সেই জাতে পাক মহান রাব্বুল আলামিনের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সর্বোত্তম আদর্শ বিশ্বনবী  রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর উপর অবনিত দরুদ ও সালাম। নিকষ কালো অন্ধকার দূর হয়ে, যখন ভোরের আগমন  হয়। বকুল ফুলের মিষ্টি সুবাস মানব  গ্রহণ করে, অন্তর  প্রেরণা। সেই প্রেরণাই সৃষ্টি ভোরের  বকুল। মানুষের ভিতরে যত অন্ধকার কুসংস্কার হিংসা রেশারেশি  বাদ বিবাদ ঝগড়া  ফাসাদ যাবতীয় অন্ধকার থেকে  সমূচল উৎখাত করে ভোরের বকুল ফুলের মতন নিঃস্বার্থ ভালোবাসা' বানিয়ে সত্য সুন্দর বিকাশমান  উজ্জ্বল নিজেকে বিকশিত করতে পারে।  সেই  মনো বাসনা কামনা করে ভোরের বকুল কাব্য গ্রন্থের মাধ্যমে।
আশাকরি বইটি পড়ে কেউ নিরাশ হবে না, বইটি পড়ে একজনের মনে দোলা দিলে লেখক এর লেখা সার্থক।
বুলবুল পুস্তক প্রকাশনী থেকে বইটি প্রকাশ করা হয়েছ।



অমর একুশে বইমেলা ২০২১ এ বুলবুল পুস্তক প্রকাশনীর সকল বই  পাওয়া যাবে  বাংলার প্রকাশন এর স্টলে: নাম্বার ৪২০-৪২১

প্রবেশ পথ: টিএসসি গেট