খোকা ঘুমায় পাড় ঘুমায়
ভোর হলো ওঠরে
ভোরের পাখি ডাকে তোমায়
খোকা আজ ছোটরে।
খোকা বাবু চেয়ে দেখে
মা তোমায় ডাকেরে,
খোকার হাসি দেখে বলবে
আজ মায়ে কাকেরে।
মায়ের মুখে তাকিয়ে খোকা
খুশিতে নাচেরে,
মায়ের তখন খোকন সোনার
হাসিতে বাঁচেরে।