বন্দী ঘরে
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৮-০৬-২০২১ ইং
ধরার মাঝে শান্তির বাণী
বিদ্যালয়ে যেতে রানী
প্রভুর দয়া চাই,
আতঙ্কের নাম মহামারী
মানুষ মাঝে হইছে আড়ি
জানে সকল ভাই।
সবাই চলছে সবার মতো
পড়ার বেলায় হিসাব যতো
করছে সকল কাজ।
নিয়ম কানুন মেনে চলে
চলতে হবে জনো বলে
কিসের এতো লাজ।
আর কতোকাল থাকবো বন্দী
আমরা জেলখানার এই ঘরে
থাকনা প্রিয় ঘর,
পড়া কি আর ঘরে হবে
বিদ্যালয়ে যেমন চলে
বললে হবে ধর।
লেখাপড়া গেছে ভুলে
খারাপ সমাজ গড়ে তুলে
পাবে কাজের ফল,
জ্ঞানী লোকের মুখে তালা
মূর্খ লোকে দিবে জ্বালা
কষ্ট নিয়ে চল।