মুষল ধারে বৃষ্টি পড়ে
মানুষ গুলো বলে,
বন্যার পানি কেমন করে
দেখো বেড়ে চলে।
রাস্তা ঘাট কেমন করে
তলিয়ে যায় জলে,
মানুষ গুলো এবার বুঝি
মরবে অকালে।
চার দিকে গরু-ছাগল
মরছে দেখো কতো,
বাঁচার জন্য শত মানুষ
আশায় আছে এতো।
চাল নেই চুলো নেই
বন্যার জলে ভাসে,
মানুষ গুলো চেয়ে থাকে
যদি কিছু আসে।