বৈশাখ এলে প্রাণে বাজে
বাংলা নাচে গানে,
এসো বৈশাখ সবার মাঝে
পাগল করা তানে।
এসো বৈশাখ বিদ্যুৎ বেগে
বৈশাখের ঐ ঝড়ে,
নতুন জামা সবার অঙ্গে
দুঃখ গুলো পরে।
বৈশাখের ঐ মেলায় যাবে
আমার ছোট্ট খোকা,
কী কী কিনবে খোকা ভাবে
খাবে নাতো ধোকা।
শুকনো বিলে শীতল হাওয়া
খোকা হৈ হৈ ডাকে,
নতুন রূপে বাংলা পাওয়া
পহেলা বৈশাখে।