বদনাম
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১১-১১-২০২২ ইং
মূর্খ হলো সমাজ পতি
বোঝেনা সে ভাষার গতি
বাঁধিয়ে যায় দ্বন্দ্ব,
লোকে বলে চালাক অতি,
জ্ঞানী লোকের করে ক্ষতি।
লাভ কি বলে ছন্দ।
বোঝে শুধু টাকার নীতি
নাইরে কোন স্বজন প্রীতি
করে শুধু বদনাম,
গায়ের জোরে পাহাড় ঠেলে
মামা খালু আছে বলে
তাহার হয়েছে কাম।