ভবে কায়া মিছে মায়া
কচুর পাতায় জল,
খাঁচার ভিতর পাখি শুধু
করে সে টলমল।
মিথ্যে আশা ভবের মায়া
লাগে কতো লাজ,
ভালো মন্দ নাহি বুঝে
করি কতো কাজ ।
অন্ধের মতো আমরা মানব
করি যে খাই খাই,
জগৎ মাঝে ভাবনা আজ
টাকা কোথায় পাই।
জগৎ ছেড়ে যেতে হবে
কারো খেয়াল নাই,
মৃত্যু পরে হিসাব হবে
বাঁচার উপায় নাই।