ভবের মায়া
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ১৬-০৩-২০২৩ ইং
শূন্য হাতে ধরণীতে
যাই মায়াতে মিশে,
জীবন নদীর পাড় করিয়া
যাবো অচিন দেশে।
আঁকাবাঁকা মেঠো পথে
জীবন নৌকা চলে,
সুখে দুঃখে কিছু সময়
রয় জীবিকার ছলে।
চলার পথে শত বাঁধা
পাড়ি দিতে হবে,
পায় কি সবাই আলোর দেখা
হয় সাধনা তবে।
জগৎ ফেলে চলে যাবো
একদিন শূন্য হাতে,
ভবের মায়া মিথ্যা কায়া
রয়না সবাই সাথে।