বৃষ্টি
মোঃ বুলবুল হোসেন
তারিখঃ ০৪-০৬-২০২১ ইং

বৃষ্টি এলে কেনো জানি
তোমায় মনে পড়ে,
বৃষ্টির দিনে বলে ছিলে
আমার হাতটি ধরে।

আমায় ছেড়ে আর  যাবে না
থাকবে কষ্ট করে,
সেই কথা মনে হলে
চোখে অশ্রু ঝরে।

আমায় ছেড়ে চলে গেলে
জানি না কোন কারণ,
বৃষ্টির মাঝে ভিজতে গেলে
করতে তুমি বারণ।

বৃষ্টির মতো ঝরে গেলে
কাদা লেগে থাকে,
বৃষ্টি এলে তুমি তখন
শাষন করবে কাকে।

বৃষ্টির দিনে আমার কথা
তোমার মনে হলে,
তোমার  বুকটা ভেসে যাবে
তোমার চোখের জলে।

প্রিয়া বাড়ি আর এসো না
ওগো প্রিয় বৃষ্টি,
বৃষ্টি তুমি এলে পড়ে
প্রিয়া দিবে দৃষ্টি।